রেস্তোরাঁয় প্রেমিকের সঙ্গে মায়ের হাতে ধরা পড়লো মেয়ে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩; সময়: ৫:৩৪ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ভালোবাসা উদযাপন করতে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-তে নানা রকম পরিকল্পনা করে থাকেন কপোত-কপোতি। উপহার তো আছেই, সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়া। লোকচক্ষুর আড়ালে একটু কাছাকাছি আসা।

কিন্তু ভালোবাসা উদযাপন করতে গিয়ে যে এমন পরিণতি হবে, তা ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি এক যুগল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অতর্কিতে পিছন থেকে এক নারী জুতা হাতে ধেয়ে আসছেন যুগলের দিকে।

কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমিষে একের পর এক জুতার আঘাত করতে থাকেন সপাটে। ততক্ষণে উল্টোদিকে থাকা তরুণী টের পেয়ে গিয়েছেন, ঐ নারী আসলে তার মা। মাকে দেখে ভয়ে টেবিল ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

মায়ের হাত থেকে প্রেমিককে আটকাতে গেলে জুতাপেটা জোটে মেয়ের কপালেও। মেয়েকে ঐ তরুণের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগে ফেটে পড়েন তিনি।

নিজেকে বাঁচাতে চেষ্টা করেও বিফল ঐ তরুণ টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে কাকুতি-মিনতি করতে থাকেন, যেন তার প্রেমিকাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে কথায় কান না দিয়ে একের পর এক মার উড়ে আসতে থাকে।

পুরো ঘটনাটি ভিডিও করেন ঐ নারীর সঙ্গে থাকা অন্য একজন। সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

খবরটি ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে দিয়েছে তাদের মুম্বাই প্রতিবেদক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন