সুজানগরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে ভাষার মাসে সুজানগর স্বজন সমাবেশের আয়োজনে কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও তরিকুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন আ.লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী, আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা, সহকারী অধ্যাপক আবুল হাশেম,আসলাম উদ্দিন, প্রধান শিক্ষক আলাউদ্দিন,যায়যায়দিন উপজেলা প্রতিনিধি এম.মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ,রাকিবুল ইসলাম, মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর জায়দুল হক, কানাডা প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদ, শ্রী জয়ন্ত কুমার কুন্ডু, স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাঠচক্র সম্পাদক আলামিন শেখ,সবুজ ও আব্দুস সবুর ।
স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপন।