নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ২:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের উকিল পাড়ায় মা ও শিশু কল্যান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা.মুনীর আলী আকন্দ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. কামরুল আহসান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪০৫ কেন্দ্রে ৩ লাখ ৪৮ হাজার ৪৩৯ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ২৬৮ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৫ হাজার ১৭১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন