মান্দায় সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ৪:২১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আজ সোমবার সকাল ১০টার দিকে জোতবাজার এলাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী এসএম মিলনের আয়োজন ও সোনালী ব্যাংক লিমিটেড মান্দা শাখার তত্ত্বাবধানে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

সোনালী ব্যাংক লিমিটেড মান্দা শাখার ব্যবস্থাপক জবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক শহিদুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জোতবাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফজলুল বারী সাফী, জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনছার আলী শিলাল অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান নবী প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন