রাজশাহীতে শাহ সিমেন্টের ডিসট্রিবিউটর গফুর হার্ডওয়ারের হালখাতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩; সময়: ৫:০৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শাহ সিমেন্টের এক্সক্লুসিভ ডিসট্রিবিউটর মেসার্স গফুর হার্ডওয়ারের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরীর চন্দ্রিমা থানা এলাকার নেক্সাস পার্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় গফুর হার্ডওয়ারের স্বত্বাধিকারী বুলবুল আহমেদ রতনের সভাপতিত্বে এবং শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের রাজশাহীর এরিয়া ম্যানেজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের হেড অব সেলস শাহিন আলম, রাজশাহী রিজিওনাল ইন-চার্জ আল মারুফ, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হযরত আলী এবং এক্সিকিউটিভ গাজী গোলাম হাক্কানী প্রমূখ।

এসময় সেরা বিক্রেতা হিসেবে আমিনুল ট্রেডার্স, সালেহা এন্টার প্রাইজ, নির্মাণ হার্ডওয়ার এবং এক্সক্লুসিভ বিক্রেতা হিসেবে সনি হার্ডওয়ার, ফারহান হার্ডওয়ার ও রানা ট্রেডার্সকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন