রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩; সময়: ৮:৫২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আনিককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে ৪১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন