মান্দায় সাবেক এমপি সামসুল আলমের স্মরণ সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩; সময়: ৪:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ বুধবার প্রয়াত নেতার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারম্যান পারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রধান অতিথি ছিলেন।

বিএনপিনেতা শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিন, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে, ছাত্রদলনেতা আব্দুল্লাহেল কাফি প্রমুখ।

উল্লেখ্য সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি সমস্যা ভুগছিলেন। গত ২৯ জানুয়ারি রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি ভোরে মারা যান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন