নাটোরে পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ জন আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩; সময়: ১২:১৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে পর্ণেগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে রেন্টু আলী (৩২), রকি পারভেজ (২৪), মামুন অর রশিদ (২৬) ও মাসুদ রানা (৫০) নামে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার আশ্বিনা বাজার, মাস্তানমোড়ের লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা বাজার ও হয়বতপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একদল সদস্য।

গ্রেপ্তারকৃত রেন্টু আলী সিংহারদহ গ্রামের খেজুর আলীর ছেলে, রকি পারভেজ লোটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে, মামুন অর রশিদ রামনগর এলাকার নুর ইসলামের ছেলে এবং মাসুদ রানা হয়বতপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার হয়বতপুর, আশ্বিনা বাজার, মাস্তানমোড়ের লোটাবাড়িয়া বাজার ও বুড়ির বটতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় সিপিইউ-৪ টি, হার্ডডিক্স -৮ টি , মনিটর- ৪ টি, কি-বোর্ড- ৪ টি, মাউস- ৪ টি ও কম্পিউটার ক্যাবল- ১৩ টি জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরো জানান,এঘটনায় সদর থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ‘‘আইন” ২০১২ এর ৮(৩)/৮(৫)(ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন