নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩; সময়: ৪:০৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা নিয়ামতপুর উপজেলা গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ একরামুল হক, প্রচার সম্পাদক মাসুদ রানা, সদস্য ঈসা নবী, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ প্রমূখ।

বক্তারা বলেন, ইসলাম ও মানবতার দুশমন সাম্রাজ্যবাদীর দালালরা ইসলামকে বার বার আক্রমনের লক্ষ্যস্থলে পরিণত করেছে।

তারা বার বার ইসলাম, আল্লাহ-রাসূল (সা.) হিজাব নিয়ে কটুক্তি করতে একটুও দ্বিধা করে না। ইসলাম, কুরআনের বিরুদ্ধে মুখ সামলে কথা না বললে, ইসলামপ্রিয় জনতা তাদেরকে রুখে দিবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন