কচুয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও সংবর্ধনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৪:২৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রানের বন্ধনে’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ার মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার প্রথম বারের মতো ব্যাপক আয়োজনে পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে অতিথিদের রাজকীয় ঘোড়ায় চড়িয়ে, নেচে-গেয়ে ও ঢাকডোল বাজিয়ে হাজারো শিক্ষার্থীরা একটি আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি বের করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আবুল বাসার মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ, সুপ্রিমকোর্টের আইনজীবী ইব্রাহিম খলিল মজুমদার, চাঙ্গিনী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ইউসুফ পাটওয়ারী, মুগদা মেডিকেল কলেজ ও হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. কবির হোসেন, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আব্দুল কাদের ও বিশিষ্ট ব্যবসায়ী সাফায়েত উল্যাহ প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন