জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩; সময়: ৬:২৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ‘স্মার্ট লাইভ স্টক স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ দপ্তর মাঠে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী অনুস্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক আহসান কবীর এপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেল জিয়াউল হক জিয়া।

প্রদর্শনী মেলায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস,মুরগি, পাখি, প্রাণি প্রযুক্তি ও প্রাণিজ জাতীয় ৩২টি স্টল অংশগ্রহন করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন