ভোট নিয়ে যত পরিকল্পনা আওয়ামী লীগের

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। দল ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলো এগিয়ে নিচ্ছে দলটি। বিএনপির কর্মসূচির দিন শান্তি সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথেও সক্রিয় ক্ষমতাসীনরা। এর মধ্য দিয়েও নেতাকর্মীদের নির্বাচনি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি জনসভা শুরু করেছেন। ইতোমধ্যে যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী এবং সর্বশেষ শনিবার টুঙ্গিপাড়ার কোটালীপাড়ায় নির্বাচনি জনসভা করেছেন প্রধানমন্ত্রী।
এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি কিশারগঞ্জ, ১১ মার্চ ময়মনসিংহ এবং ১৮ মার্চ বরিশালে নির্বাচনি জনসভা করবেন তিনি। এসব জনসভায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাইছেন নৌকায় ভোট।
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার তৈরির কাজও শুরু করেছে আওয়ামী লীগ। দলটির গত জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এর আলোকেই দলীয় ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দলের সম্পাদকীয় উপকমিটিগুলোকে সভা-সেমিনার করে বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। বিভিন্ন সংস্থার জরিপসহ নানা মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে বর্তমান এমপিসহ মনোনয়ন প্রত্যাশীদের। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ নিজে এসব বিষয় মনিটরিং করছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনকে গোছানোর কাজও এগিয়ে রেখেছে আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে বিদ্রোহীসহ দলের শৃঙ্খলাভঙ্গের কারণে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরও ক্ষমা করা হচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি তৃণমূলে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। জেলা কমিটিকে লেখা ওই চিঠিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এবং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।’