প্রভার প্রথমে সমালোচনা এরপর জীবন নিয়ে ‘রচনা’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৫:১৮ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়গুনে শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজের ব্যস্ততার মাঝে সোশ্যাল মিডিয়াও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

কয়েকদিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন তিনি। এরপরে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়ে ব্যাখ্যাও দেন প্রভা। আবার একটি ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ না করার জন্যও অনুরোধ জানান। এর সবটাই করেছেন ভার্চুয়ালি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী। ক্যাপশনে জীবন নিয়ে নিজের মত রচনার মতো তুলে ধরেন তিনি।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, কেউ জানে না ভবিষ্যতে কী হবে আপনার সঙ্গে। ভালো, খারাপ, সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত। জীবন সুন্দর।

অভিনেত্রীর এই পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এছাড়া অনেকে আবার প্রশংসাও করছেন প্রিয় তারকার।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তারপরও অতীতকে পেছনে ফেলে দর্শকের জন্য কাজ করছেন লাস্যময়ী এই তারকা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন