সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে রাসিক মেয়রের মতবিনিময়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩; সময়: ৮:৪১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর কৃষ্ণচূড়া ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পিটিআই হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন