পোরশায় জাতীয় বীমা দিবস পালিন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যেগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে” আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যের আলোকে এক ইউএনও সালমা আক্তার এর সভাপতিত্বে এক আলাচনা সভাপ অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নির্বাচন কর্মকর্তা তোজাম্মল হক, ইউআরসি কর্মকর্তা কামরুজ্জামান সরদার, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ প্রেসক্লাব সহ সভাপতি কামরুজ্জামান সরকার, সদস্য নাহিদউল ইসলাম গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।