মান্দায় জাতীয় বীমা দিবস পালন
প্রকাশিত:
মার্চ ১, ২০২৩; সময়: ৫:০৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
পরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, পুপলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিমিটেডের ম্যানেজার আব্দুস সাত্তার প্রমুখ।