দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিশির গুরুতর আহত

প্রকাশিত: মার্চ ১, ২০২৩; সময়: ৮:৩৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, বুধবার দুর্গাপুর উপজেলা পরিষদের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় শিক্ষিত বেকার যুবক ও নারীদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সিংগা বাজার এলাকার নিজবাড়ী থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন।

দুর্গাপুর পৌরসভা সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের সাথে সিএনজির সংঘর্ষ হলে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি সাংবাদিক মোবারক হোসেন শিশির। ঘটনাস্থানে উপস্থিত স্থানীয় ছাত্রনেতা সাকিব আল হাসান ও মনির হোসেন আহত সাংবাদিক মোবারক হোসেন শিশিরকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা শেষে ভর্তি করেন।

বর্তমানে গুরুতর আহত সাংবাদিক মোবারক হোসেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন। গুরুতর আহত ও সাংবাদিক মোবারক হোসেন শিশির এর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন