বরেন্দ্র কলেজের শিক্ষক পারভিন সুলতানা আর নেই

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩; সময়: ১২:৪৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বরেন্দ্র কলেজের শিক্ষক পারভিন সুলতানা পপি ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

শনিবার (৪ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদুর ছোট বোন এবং রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাক্ষ প্রফেসর আব্দুল বারীর পুত্রবধূ। তার স্বামী এবং দুই ছেলে রয়েছে।

বাদ মাগরিব হজরত শাহ মখদুম (রা:) দরগাহ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন