ব্যাংক থেকে মোহনের সব টাকা উধাও!

পদ্মাটাইমস ডেস্ক : তিনি স্টেটমেন্টে দেখেন, ভিন্ন রাজ্যের অন্য একটি ব্যাংক থেকে চেকের মাধ্যমে কেউ তার সব টাকা তুলে নিয়েছেন। অন্যদিকে, টাকা তুলতে যে দুটি চেক ব্যবহার করা হয়েছে, সেই একই নম্বরের চেক ওই গ্রাহকের বাড়িতেই রয়েছে।
চেক জাল করে জালিয়াতির এমন ঘটনা ঘটেছে ভারতের শিলিগুড়িতে। শিলিগুড়ি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহন ঘোষ সম্প্রতি এই জালিয়াতির শিকার হয়েছেন।
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গাড়িচালক মোহনের একটি অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি সেই ব্যাংকে টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, তার জমানো ৯৭ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে উধাও। ব্যাংক স্টেটমেন্ট দেখার পর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন মোহন।
তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের পটনা থেকে অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোহনের চেক জমা করে টাকা তোলা হয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ তদন্ত করছে। খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে।’
মোহন জানান, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলন হলেও আমার ফোনে কোনো ম্যাসেজ আসেনি। ব্যাংক যখন জানতে পারে, ওই নম্বরের চেক আমার বাড়িতেই রয়েছে, তখনই তারা নড়েচড়ে বসে। আমার বাড়িতে যে চেক রয়েছে, সেই চেক ব্যবহার করে কীভাবে টাকা তোলা হল? আমি সাধারণ মানুষ। গাড়ি চালিয়ে সংসার চালাই। আমার টাকা ফেরত চাই।’ সূত্র-আনন্দবাজার।