এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে কোডেক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩; সময়: ১:১৭ pm | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। বিভিন্ন শাখায় জনবল নেবে প্রতিষ্ঠানটি।

পদের নাম : ক্রেডিট অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : শিক্ষানবিশকালে প্রথম মাসের বেতন ১৪ হাজার টাকা। পরবর্তী মাসে ১৭ হাজার টাকা।

তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রবেশন পিরিয়ডে মাসিক বেতন ২০ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর মাসিক বেতন ২৪ হাজার ৮০ টাকা।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে নির্বাহী পরিচালক, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট নং ২, রোড নং ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২ এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা: আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন