বেলকুচিতে আ.লীগের ২ নেতার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩; সময়: ৮:৫৪ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে বহুল আলােচিত পত্রিকা এজেন্টের ছেলে নাবিন মন্ডলের উপর সন্ত্রাসী হামলা মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

এরা হলো স্থানীয় এমপি মমিন মন্ডলের ঘনিষ্ট সহকারী ও উপজেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাহাদত হােসন মুন্না । মামলাটির পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর রবিবার ছিল দ্বিতীয় বারের মত আদালতে হাজিরার দিন। তবে অন্যতম আসামীরা হাজির না হয় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।

মামলার বাদী নাবিন মন্ডল বলেন, ফেসবুক শেয়ার একটি বিষয় শেয়ার দেয়ার ঘটনায় গত বছরের ১০ জুন চালায় নিজ দোকানে অবস্থানকালে স্থানীয় এমপি মমিন মন্ডলের লােকজন ও মন্ডল গ্রুপের জিএম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের নির্দেশে শাহাদত হােসেন মুন্না সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুড়াল ও লাঠি দিয়ে মারধর ও কুপিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে স্থানীয় এমপি ডাক্তারদের নিষেধ করে দেয়ায় আমি চিকিৎসা না পেয়ে পরবর্তিতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে আমি সুস্থ হয়ে গিয়ে থানায় মামলা করতে গেলে তৎকালিন ওসি আমার মামলা নিতে রাজি হয়না। অনেক ঘােরাঘুরির পর সাংবাদিকদের অনুরােধে মামলা নিলেও মূল আসামীদের বাদ দিয়ে প্রতিবেদন দেয়। পরে আমি নারাজি দিলে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলে দায়ীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে আদালতে

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন