জেলেকে ৪,৭৬০ বছরের কারাদণ্ড দিলো আদালত

পদ্মাটাইমস ডেস্ক : গ্রিসে মানবপাচারের দায়ে এক মিসরীয় জেলেকে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম ইউরো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল-ফালাহ নামের ওই জেলে। এ কাজটি তিনি করেছেন গত বছরের নভেম্বরে। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে, এই সাজা দেওয়া হয়।
জানা গেছে, ৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেছেন ফালাহ। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে তাকে ২৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ে অবশ্য দারুণ ক্ষেপেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।
গ্রিসের ক্রিটের বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন নৌকাটি চালাচ্ছিলেন ৪৫ বছরের মিশরীয় জেলে ফালাহ।
উপকূলের কাছে ঝড়ো বাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে, গ্রিক কোস্ট গার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। তাদের সহায়তায় পরে নৌকাটি উপকূলে আসে।