বঙ্গবন্ধুর জন্মদিনে রাজশাহীতে ডাক টিকিট প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে ডাকটিকিট প্রদর্শনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় জিপিও ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যে সব ডাক টিকিট অবমুক্ত হয় সেগুলো প্রদর্শনীতে স্থান পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব (কোম্পানী-২) এ বি এম সাদিকুর রহমান, ডাক জীবন বীমার আঞ্চলিক ম্যানেজার আব্দুল আলীম, উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল শেখ সাইফুল আলম, বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. উদয় শংকর বিশ্বাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জিপিও সিনিয়র পোস্টমাস্টার ড. জিয়াউর রহমান।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জিপিও ভবনের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি লক্ষ্মীপুর মোড় হয়েছে সিএন্ডবি মোড়ে গিযে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুন প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ডাক বিভাগের কর্মকর্তারা।