কেশরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : কেশরহাট পৌরসভায় ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল করা হয়েছে।
শুক্রবার সকালে পৌর ভবন চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা ।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে শিশুদের সাথে নিয়ে কেক কেটে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়।
বঙ্গবন্ধুর জীবন ও তার পরিবারের সদস্যদের জীবন হতে আলোচনা করেন কেশরহাট পৌরসভারর মেয়র শহিদুজ্জামান শহিদ।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ রানা, কেশরহার পৌর যুবলীগের আহ্বায়ক আতিকুর রহমান, পৌরসভার পুরুষ ও মহিলা কাউন্সিলর বৃন্দরা, পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, কেশরহাট পৌর এলাকার দর্শনপাড়া হাফেজিয়া মাদ্রাসার মাওলানা ও শিশু-শিক্ষার্থীরা।