দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রকাশিত:
মার্চ ১৭, ২০২৩; সময়: ৬:৫৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের নিয়ে কেক কেটেছেন দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু।
শুক্রবার বিকেলে পৌর সদরের একটি মাদ্রাসায় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদ স্বজন, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাফিজুর রহমান অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান হৃদয়, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।