নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রকাশিত:
মার্চ ২০, ২০২৩; সময়: ১১:২৪ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার শিক্ষা কারিকুলাম ২০২১ ও বিস্তরণ ২০২৩ বিষয়ক এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মজিবুর রহমান ও আনন্দ কুমার পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক শাহীন আলী, শিক্ষক জাইদুর রহমান, শিক্ষক সামিরুল ইসলাম, শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক সলিমুর ইসলাম, তাহেরা খাতুন,সুরাইয়া, সেলিনা বানু। অনুষ্ঠান উপস্থাপনায় শিক্ষক মো. হাবিবুর রহমান।