নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিউজিক্যাল ফিল্ম প্রদর্শন

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩; সময়: ৬:০১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩, ঐতিহাসিক ভাষণ ও জাতির পিতা ‘ শীর্ষক আলোচনা সভা এবং মিউজিক্যাল ফিল্ম প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক।

সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। আলোচনা শেষে বাংলাদেশ বেতার রাজশাহীর শিল্প আবুল হোসেনের পরিচালনা ও নির্দেশনায় বঙ্গবন্ধুর উপর মিউজিক্যাল ফিল্ম প্রদর্শন করা হয়।

এসময় ছাত্র কল্যাণ উপদেষ্টা হাসান ঈমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও শিল্পী আবুল হোসেন উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন