নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের আনন্দ আয়োজন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩; সময়: ৯:৪৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরে এলিস আকতার জাহান ও সহকারী অধ্যাপক হাসান ঈমাম সুইট এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঘুমহীন রাতের ঘ্রাণ ও উল্টো পাতার মুখ এর প্রকাশ উপলক্ষে বাংলা বিভাগের উদ্যোগে আনন্দ আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক এবং মাননীয় প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক লেখকদের ফুলেল শুভেচছায় বরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম। এসময় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন