ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করে ৮ লাখ টাকা খোয়ালেন তরুণী

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩; সময়: ১২:৪২ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : পরিশ্রম ছাড়া অর্থ উপার্জনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগযোগমাধ্যম। এই আমরা অনেকেই এর পেছনে ছুটছি। আর সেটি যদি হয় বাড়িতে বসে তা হলে তো কথাই নেই।

মোবাইলে প্রায়শই এমন প্রলোভন দেখিয়ে মেসেজ আসে। হোয়াটসঅ্যাপে এমনই একটি মেসেজ দেখে কাজের জন্য আবেদন করে আট লাখ টাকা খোয়ালেন ভারতের এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামের। সামান্য পরিশ্রম করেই টাকা উপার্জন করা যাবে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ দেখেই আবেদন করেছিলেন কর্নাটকের বাসিন্দা সরিতা এস নামের এক তরুণী। তবে কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা গুরুগ্রাম।

কাজের জন্য আবেদন করার পর তাকে অনুরোধ করা হয় ৫০ টাকার বিনিময়ে ইউটিউবের একটি চ্যানেলের গ্রাহক হতে।

উল্টো দিকে থাকা একটি ‘গ্লোবাল মার্কেটিং সংস্থা’-র এইচআরের পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তিনি কাজ করতে পারবেন।

মেসেজ এবং ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণী পর পর দুটি ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর লালিয়া নামে এক তরুণী সরিতার টেলিগ্রাম অ্যাকাউন্টের আইডি জানতে চান। তার পর তাকে একটি গ্রুপে যুক্ত করে দেওয়া হয়।

শেষে তাকে একটি কাজ করতে দেওয়া হয় এবং বলা হয়, কাজটি শেষ হলেই তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। কিন্তু এ কাজ করতে গিয়ে উল্টো আট লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে তরুণীর অভিযোগ।

ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পরে সাইবার ক্রাইম শাখায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মানেসর পুলিশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন