ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানালেন রুশ ব্যবসায়ী ভিক্টর

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩; সময়: ১২:৪৫ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার আলোচিত ব্যবসায়ী ভিক্টর বাউট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন।

রুশ গণমাধ্যমে শুক্রবার এ খবর প্রকাশিত হয়েছে। ভিক্টর বাউটের বরাত দিয়ে রুশ গণমাধ্যম তাস জানায়, ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে টেলিগ্রাম পাঠিয়েছেন ভিক্টর।

রুশ ব্যবসায়ী বলেন, আমি আজ ট্রাম্পকে টেলিগ্রাম পাঠিয়েছি। কারণ আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রে তিনি এখন নিরাপদ নন। নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিচার শুরু হয়েছে। এতে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হতে পারে, যাতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন।

ভিক্টর বাউট বলেন, আমি ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছি, ট্রাম্প চাইলে তাকে এখানে রাজনৈতিক আশ্রয় পেতে সহায়তা করব আমি।

অস্ত্র ব্যবসার অভিযোগে ২০০৮ সালে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানায় ব্যাংককে আটক হন ভিক্টর বাউট।

২০১২ সালে মার্কিন আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ড এবং ১৫ মিলিয়ন ডলার অর্থদণ্ডাদেশ দেন।

রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দিবিনিময় চুক্তির আওতায় গত বছরের ডিসেম্বরে মুক্তি পান ভিক্টর বাউট।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন