নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩; সময়: ৪:০৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রথম সমাবর্তন আয়োজন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিলসহ ইউনিভার্সিটির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় সমাবর্তন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সমাবর্তনের রেজিস্ট্রেশন ও অন্যান্য করণীয় বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন