অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাতে ডাচ আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩; সময়: ১:১৪ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ইতালি থেকে নেদারল্যান্ডসে আশ্রয় নিতে আসা অভিবাসনপ্রত্যাশীদের আর ইতালিতে ফেরত পাঠানো যাবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত।

আদালত জানিয়েছে, ইতালিতে পাঠানো হলে অভিবাসনপ্রত্যাশীরা সেখানে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।

তবে আদালতের এমন সিদ্ধান্তের ফলে নেদারল্যান্ডসের বিদ্যমান আশ্রয়ব্যবস্থার ওপর চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফ্রিকার দেশ নাইজেরিয়া ও ইরিত্রিয়া থেকে আসা দুই অভিবাসনপ্রত্যাশীর মামলার প্রেক্ষিতে এমন রায় দেয় আদালত।

অভিবাসনপ্র্যত্যাশীদের আশ্রয় প্রদান করতে গিয়ে হিমশিম খাচ্ছে নেদারল্যান্ডস৷ গত গ্রীষ্মে আশ্রয়ের জায়গার সংকটের কারণে দেশটির টের আপেল গ্রামে অনেক অভিবাসনপ্রত্যাশীকে অস্বাস্থ্যকর পরিবেশে দিন যাপন করতে হয়েছিল। এমন পরিস্থিতি এই বছর আবারও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন