লিটনকে পুনরায় নির্বাচিত করতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রচারনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে মেয়র হিসাবে পুনরায় নির্বাচিত করার লক্ষে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন – ২০২৩ উপলক্ষে মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারে রাজশাহীর মেয়র এএইচএম খারুজ্জামান লিটনের সময় তার উন্নয়ন মুলক কর্মকান্ডের লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। রাসিক নির্বাচনে মেয়র হিসাবে খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত না করা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রচারনা ও লিফলেট বিতরনে অংশ গ্রহন করেন, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, শাহাদাত হোসেন, বাদশা, নাইমুল হুদা রানা, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাসিক কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক মহানগর ছাত্রলীগেন সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ প্রায় ৪০ জন সাবেক নেতাকর্মীবৃন্দরা।
মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব জানান, মহানগর ছাত্রলীগের সাবেক সকল নেতাকর্মীদের নিয়ে একটি ইউটিনি গঠন করা হয়েছে। আসন্ন রাসিক নির্বাচন কে সামনে রেখে প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় রাসিক মেয়র আমাদের অভিভাবক রাজশাহীর রুপকার লিটন ভাই এর সময়ের কি কি উন্নয়ন হয়েছে তার চিত্র তুলে ধরে লিফলেটের মাধ্যমে প্রচারনা শুরু করেছি। আগামীতে রাসিক মেয়র নির্বাচিত হলে রাজশাহী বাসীর জন্য কি করবেন তার চিত্র লিফলেটে তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রলীগের সাবেক প্রায় শতাধিক নেতা কর্মীরা আসন্ন রাসিক নির্বাচনে পুনরায় মেয়র হিসাবে প্রিয় নেতা লিটন ভাই কে নির্বাচিত না করা পর্যন্ত প্রাথমিক ভাবে প্রায় ৫০ জন সাবেক ছাত্রলীগ নেতাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। আগামীতে প্রায় আরো শতাধিক সাবেক নেতৃবৃন্দরা এ কার্যক্রমে অংশো নিবেন।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর নওদা পাড়া বাজারে সাত্তার এর মার্কেটে সকল সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা জমায়েত হয়ে লিফলেট বিতরণ ও নৌকা প্রতিকে ভোট দিয়ে লিটন ভাইকে মেয়র হিসাবে পুনায় নির্বাচিত করার লক্ষে প্রচার প্রচারণা করবে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।