যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাতাড়ি গুলি, নিহত ৯
প্রকাশিত:
মে ৭, ২০২৩; সময়: ১০:২২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যস্ত শপিংমলে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এতে অন্তত ৯ জন নিহত এবং সাতজনের বেশি আহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই বন্দুকধারীরও মৃত্যু হয়েছে।
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের ডালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে হামলা চালায় বন্দুকধারী।
এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়ঙ্কর হামলা বলে উল্লেখ করেছে টেক্সাস পুলিশ।