তিশার ‘হঠাৎ দ্যাখা’

প্রকাশিত: মে ৮, ২০২৩; সময়: ১০:১৭ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে একটি নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ। নাম ‘হঠাৎ দ্যাখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নির্মিত এ নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার।

পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে।’ নাটকটি আজ রাত ১টায় এনটিভিতে প্রচার হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন