অক্সফামে চাকরির সুযোগ

পদ্মাটাইমস ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি বাংলাদেশে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স রাইটস বিভাগে কর্মী নিয়োগ দেবে।
পদের নাম : প্রজেক্ট অফিসার।
পদ সংখ্যা : ১।
আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, পাবলিক পলিসি, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। উপস্থাপনায় দক্ষ ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এনার্জি ট্রানজিশন, ইন্ডাস্ট্রিয়াল সাসটেইনেবিলিটি, ক্লাইমেট ফিন্যান্স, ক্লাইমেট জাস্টিস ও ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন গ্লোবাল ডিসকাশন ও পলিসি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বেতন : বছরে (১৩ মাস) বেতন ৮ লাখ ৯৯ হাজার ১২৬ টাকা।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় : ৬ জুন ২০২৩।