ইউনিলিভার বাংলাদেশে চাকরির সুযোগ
পদ্মাটাইমস ডেস্ক : ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদন পাঠাতে হবে। সরাসরি বা ডাকযোগেও আবেদন করা যাবে।
পদের নাম : হিউম্যান রিসোর্স ডিরেক্টর।
পদ সংখ্যা : ১।
যোগ্যতা : জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
কোনো প্রতিষ্ঠানের বিশেষ করে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে এইচআর বিভাগে ১২ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এইচআর বিভাগে নেতৃত্ব পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইচআর বিজনেস পার্টনারিংয়ে অভিজ্ঞ হতে হবে।
বিদেশি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : আকর্ষণীয় বেতন ও সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সিভি পাঠাতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
এছাড়া সরাসরি বা ডাকযোগেও সিভি পাঠিয়ে আবেদন করা যাবে রিক্রুটমেন্ট ম্যানেজার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, শান্তা ফোরাম (১২ তলা), ১৮৭–১৮৮/বি, বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা–১২০৮ এই ঠিকানায়।
আবেদনের শেষ সময় : ১৮ জুন ২০২৩।