রাজশাহী থেকে রংপুরগামী ট্রেনে এসি চালু করা হবে: খায়রুজ্জামান লিটন

প্রকাশিত: জুন ৮, ২০২৩; সময়: ৩:৫২ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে রাজশাহীস্থ বৃহত্তর রংপুর সমিতি ও রংপুর বিভাগীয় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চেম্বার এ্যান্ড কমার্স ভবনে এই মতবিনিময় সভা হয়।

সভায় রাজশাহীতে বসবাসরত রংপুর অঞ্চলের জনসাধারণ রাজশাহীর ব্যাপক উন্নয়ন কথা তুলে ধরে সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, বিগত দিনে আমি রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়ন থেমে গেলে উন্নয়ন ব্যাহত হবে। যা বিগত দিনে অন্যকেউ নির্বাচিত হওয়ার ফলাফল দেখা গেছে। এই ক্ষেত্রে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার বিকল্প নেই। নির্বাচিত হতে পারলে রাজশাহী তথা উত্তর বঙ্গের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে কলকারখানাসহ বিভিন্ন বিষয়ে বলা আছে। এবার আমি সেই কাজগুলো দেশ রত্ন শেখ হাসিনার সহযোগিতা নিয়ে করতে চাই এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

এছাড়াও খায়রুজ্জামান লিটন বৃহত্তর রংপুর বাসীর রাজশাহী থেকে রংপুর গামী ট্রেন ও বাসে এসি চালু ও গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি পূরণে আশ্বস্থ করেন।

রংপুর বিভাগীয় সভাপতি ও বৃহত্তর রংপুর বিভাগীয় সমিতির প্রধান উপদেষ্টা  ডাক্তার এস এম এ মান্নান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান, বৃহত্তর রংপুর সমিতির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডঃ মোঃ শহিদুর রহমান চৌধুরী  গোলাপ, বৃহত্তর রংপুর সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর ডঃ মাহবুবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জিএম মাকসুদা নাসরিন, আবু তাহের সহ সমিতির সদস্যবৃন্দ ও রাজশাহীতে বসবাসরত রংপুর বিভাগের মানুষেরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন