রাসিক নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী লিটনের পক্ষে নারীদের গণসংযোগ

প্রকাশিত: জুন ১৪, ২০২৩; সময়: ১২:৪১ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর ১ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারীরা।

মঙ্গলবার (১৩ জুন) নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর সহধর্মিণী নাসিমা আলম লিপির নেতৃত্বে নারীদের বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নারীরা ১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং নৌকার পক্ষে ভোট চান।

গণসংযোগে নাসিমা আলম লিপি বলেন, “এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের চেষ্টায় রাজশাহীর উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। তবে এবার নগরবাসীর প্রয়োজন কর্মসংস্থানের। আর লিটন ভাই এবার নির্বাচিত হলে সেই কর্মসংস্থানের লক্ষ্যেই কাজ করবেন। তাই আমরা নগরবাসী যেন কারো প্ররোচনায় পড়ে ভুল পদক্ষেপ না নেই সেইদিকে আমাদেরকেই খেয়াল রাখতে হবে।”

গনসংযোগে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সিনিয়র সদস্য হাসিবুর রহমান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন