মেয়র প্রার্থী লিটনের প্রচারণায় দেশের কিংবদন্তি ফুটবলাররা
শনিবার বিকেলে পশ্চিম বুধপাড়ায় পথসভায় আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে জার্সি উপহার দেন সাবেক কিংবদন্তি ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাতীয় পদক প্রাপ্ত খেলোয়াড় মোঃ আসলাম শেখ, মোঃ আবদুল গাফফার, ইমতিয়াজ সুলতান জনি সহ আরো কয়েকজন সাবেক ফুটবলার।
এ বিষয়ে জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, ১৯৮৩ সালে যখন রাজশাহীতে এসেছিলাম, তখন দেখেছিলেন অবহেলিত ও পিছিয়ে পড়া একটি শহর। আজকে ৪০ বছর রাজশাহী এসে উন্নয়নের যে ধারা দেখছি, তা দেখে মাথা ঘুরে যাচ্ছে। সত্যিকার অর্থেই লিটন ভাই যে উন্নয়ন করেছেন, রাজশাহীবাসী তার মূল্যায়ন করবেন ও প্রতিদান দেবেন। সেই বিশ^াস থেকে আমরা রাজশাহীবাসীর নিকট ভোট চাইতে এসেছি। ২১ জুন রাজশাহীবাসী পুনরায় মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।