লিটনের পক্ষে নৌকায় ভোট চাইলেন তাহেরপুরবাসী

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ভোট চাইলেন রাজশাহীতে বসবাসরত বাগমারা উপজেলা তাহেরপুর পৌরবাসী। এতে নেতৃত্ব দেন বাগমারা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।
শনিবার (১৭ জুন) বিকেলে মহানগরীর সোনাদিঘি মোড় থেকে বাবুর নেতৃত্বে তাহেরপুর বাসীর পক্ষ থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট ঘুরে জয়বাংলা চত্ত্বরে এসে শেষ হয়ে গণসংযোগ ও নৌকার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
বাগমারা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু বলেন, বারবার আমাদের নেত্রী শেখ হাসিনা জাতীয় চার নেতার অন্যতম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দেন। তিনি নির্বাচিত হয়ে রাজশাহীর অনেক উন্নয়ন করেছেন যা বলার অপেক্ষা রাখেনা।
আমরা তাহেরপুরবাসী লিটন ভায়ের জন্য নৌকার ভোট চাইতে এসেছি। আমাদের বিশ্বাস নগরবাসী আবারও লিটন ভাইকে নৌকায় ভোট দিয়ে ব্যাপক উন্নয়ন করবে। এছাড়াও লিটন ভাই উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান স্লোগানে ভোট চাইছেন। নিশ্চয় এবার কর্মসংস্থানের দিকে জোর দিয়ে আমাদের রাজশাহীবাসীর আশা আকাঙ্খা পূরণ করবে বলে জানান।
প্রচার মিছিল ও জনসংযোগে জেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহীতে বসবাসরত তাহেরপুরবাসী উপস্থিত ছিলেন।