রাজশাহীতে মেয়র প্রার্থী লিটনের নৌকা মার্কার পক্ষে দূর্গাপুর উপজেলা ছাত্রলীগের প্রচারণা

প্রকাশিত: জুন ১৮, ২০২৩; সময়: ৮:৪৬ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী ৫ পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মুনসুর রহমানের নির্দেশে বৃষ্টি উপেক্ষা করে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দূর্গাপুর উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ শাকিলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত নৌকার পক্ষে প্রচারনা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলো দূর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌরসভা সাবেক সভাপতি মেহেদী হাসান, ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাওছার মিয়া, দূর্গাপুর পৌরসভা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রাব্বেল হাসান, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ, দূর্গাপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ, দূর্গাপুর পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ জামান অয়ন, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফাইম শাহরিয়ার, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বিপ্লব, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি জাহিদ হাসান, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক টুটুল, ৩ নং ওয়ার্ড সাবেক দপ্তর সম্পাদক রাতুল, ৮ নং ওয়ার্ড সভাপতি আতিক মাসুদ শিশির প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন