এবার ব্যাগ কেটে পোশাক বানালেন উরফি

প্রকাশিত: জুন ২০, ২০২৩; সময়: ৯:৫১ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : নানা উদ্ভট ফ্যাশন করেই তিনি সর্বদা পেজ থ্রিতে জায়গা করে নেন। কখনও গায়ের ওপর ঝোলাচ্ছেন ব্লেডের শিকল, কখনওবা বস্তা কেটে বানাচ্ছেন জামা। মোটমাট ‘যা পাই তাই পরি’ করেই ফ্যাশন চলে নিত্যনৈমিত্তিক। এবার তিনি চামড়ার ব্যাগ দিয়ে মিনিস্কার্ট আর টপ বানিয়ে পরে নিলেন দিব্যি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া উরফির রিলে দেখা গেছে একটি সাইডব্যাগ নিয়ে আসছেন তিনি। তারপরেই সেই ব্যাগ হয়ে গেল পোশাক, পরেও ফেললেন তিনি। চামড়া দিয়ে বানানো ছোট্ট টপ ঢেকে রেখেছে তার বুক, বাকি অংশটা নীচে স্কার্টের মতো। সামনে আবার ব্যাগের চেনটা পকেটের মতো কাজ করছে, সেখান থেকে টাকাও বের করছেন। ব্যাগের হ্যান্ডেল দুটি আবার হয়েছে তার কাঁধের গ্যালিস।

উরফির অন্যান্য উদ্ভট ফ্যাশনের তুলনায় এই পোশাক বরং অনেক স্মার্ট আর সুন্দর, এমনটাই মনে করছেন অনুরাগীরা। তাই সমলোচনার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন