আদিপুরুষ বিতর্ক থেকে দূরে থাকতে যা করলেন কৃতি
প্রকাশিত:
জুন ২১, ২০২৩; সময়: ৭:৫৬ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : মুক্তির আগে থেকেই বিতর্ক ছিল ‘আদিপুরুষ’ নিয়ে, পরেও চলছে। ‘রাবণ’ চরিত্রের সাজপোশাক নিয়ে মূলত বিতর্কের শুরু।
আদালতে একাধিক মামলার কারণে কয়েক বার বার পেছায় সিনেমার মুক্তি। এ সিনেমায় সীতার জন্মস্থান সংক্রান্ত বিভ্রান্তি থেকে শুরু করে হনুমানের সংলাপ— সব নিয়েই অসন্তুষ্ট দর্শক।
সিনেমার সংলাপ সংক্রান্ত বিতর্ক নিয়ে সম্প্রতি মুখ খোলেন লেখক মনোজ মুন্তাসিরও। এমনকি, দর্শকের চাপে পড়ে সংলাপ বদলের সিদ্ধান্তও নেন নির্মাতারা।
এদিকে সব বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন সিনেমার সীতা কৃতি শ্যানন। সোমবার কৃতি লিখেছেন, প্রশংসা এবং করতালিতেই মনোনিবেশ করছি।
কৃতির এই পোস্ট দেখে ভক্তদের একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন। কারও মতে, কৃতি যথার্থ অভিনয় করেছেন। আবার কারও কথায়, যে কোনো ভালো কাজের সঙ্গে রয়ে যায় সমালোচনা। মন খারাপ করবেন না।