রাসিক নির্বাচন : ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন
প্রকাশিত:
জুন ২১, ২০২৩; সময়: ৮:০৫ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তবে সময়ের আগেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ৭ টার দিকে মহানগরীর ২৩ নং ওয়ার্ডের শাহ মখদুম কলেজ কেন্দ্রে এই চিত্র দেখা গেছে।
বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশ দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে ভোট গ্রহণের জন্য ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশে সহযোগিতা করতে দেখা গেছে। বিশেষ করে বয়স্ক ভোটারদের সহযোগিতা করছে। টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
রাসিক নির্বাচনে ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।