রাসিক নির্বাচন : ইভিএমের ধীরগতি নিয়ে জাপা প্রার্থীর অসন্তোষ

প্রকাশিত: জুন ২১, ২০২৩; সময়: ১১:২৩ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন।

বুধবার সকাল সোয়া ১০ টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে সাংবাদিকদের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় স্বপন তার মতামত প্রকাশ করেন।

স্বপন বলেন, আমি ইতোমধ্যে নগরীর পলিটেকনিক স্কুল কেন্দ্র, টিটিসি, নওদাপাড়াসহ ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। এসময় আমি দেখেছি- ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে।

একটা ভোট দিতেই লাগছে সাত থেকে আট মিনিট। এক ঘণ্টায় ৮ থেকে ১০টি ভোট নেওয়া হচ্ছে। এভাবে ইভিএম কাজ না করলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা সময়ে অর্ধেক ভোট গ্রহণ করতে পারবে না ইভিএম।

তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিমের প্রতি অনুরোধ করেন।

ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জাপা প্রার্থী বলেন, ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম তার চোখে পড়েনি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগও শুনতে পাননি।

ভোটের ফলাফলের বিষয়ে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে স্বপন জানান, ভোটের ফলাফল যাই হবে তিনি তা মেনে নেবেন। জনগণের রায়কে সম্মান জানাবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন