রাজশাহীর ভোটে হঠাৎ বৃষ্টির বাগড়া

প্রকাশিত: জুন ২১, ২০২৩; সময়: ১২:২৬ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা কেউ বলেননি। তবে বেলা সোয়া ১১ টার দিকে বৃষ্টি বাগড়া দিয়েছে রাজশাহী সিটি নির্বাচনে। রাজশাহীতে তর্জন-গর্জনের পর নামে বৃষ্টি। এই বৃষ্টির ফলে কেন্দ্রগুলোতে থাকা ভোটারের দীর্ঘ লাইন ছিন্নভিন্ন হয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের একজন পর্যবেক্ষক বলেছেন, বুধবার সকাল থেকে রাজশাহীর আকাশ মুখ গোমরা করেছিল বৃষ্টির সম্ভাবনা তেমন ছিল না। তবে সকাল সোয়া ১১টার দিকে অঝোর ধারায় বৃষ্টি নামে রাজশাহী নগরী ও আশপাশের এলাকায়।এই বৃষ্টি দিনের শেষভাগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে আকস্মিকভাবে বৃষ্টি নামায় ভোটকেন্দ্রগুলোতে থাকা দীর্ঘ লাইনে কিছুটা ছন্দপতন ঘটে। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে ভোটাররা লাইন ছেড়ে আশপাশের ভবন ও গাছতলায় আশ্রয় নেন।

অন্যদিকে বৃষ্টি শুরুর পর ক্রমাগতভাবে বেগ বাড়ায় চিন্তায় পড়েছেন মেয়র ও কাউন্সিলরপ্রার্থীরা।

২৬নং ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আকতার হোসেন বলেন, খুব ভালো ভোট হচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি নামায় ভোট পড়ার হার কমে যেতে পারে।

রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন বলেন, একটানা বৃষ্টি হতে থাকলে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার কম হওয়ার শঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হবে রাজশাহীর মানুষ।

তবে যেসব ভোটার বিকাল ৪ টার আগেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করবেন তাদের সবারই ভোট নেয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন