রাসিক নির্বাচনে ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা

প্রকাশিত: জুন ২১, ২০২৩; সময়: ৬:১৭ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শেষে বিকেল চার টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়।

১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীয় প্রার্থী প্রতীক এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছে ১৯ হাজার ৫১৪ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম হাতপাখা প্রতীক ১ হাজার ৭৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক ৭৫৫ টি ভোট এবং জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার গোলাপফুল প্রতীক পেয়েছেন ১ হাজার২৯০ ভোট।

অনানুষ্ঠানিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আনুষ্ঠানিক ভাবে রাজশাহী রিটার্নিং অফিসার জেলা শিল্পকলা একাডেমি থেকে জানানো হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন