স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি’র লাইন

প্রকাশিত: জুন ২২, ২০২৩; সময়: ৫:১১ pm | 
খবর > বিশেষ সংবাদ

আদিবা বাসারাত তিমা : বাহিরে বইছে তাপদাহ। তাপমাত্র ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। প্রচন্ড গরমে যখন সবার ত্রাহী অবস্থা সেই সময়টিতে কড়া রোদ উপেক্ষা করে রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একদল মানুষ।

আগ্রহ নিয়ে সামনে যেতেই জানা গেলো সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

কথা হলো লাইনে দাঁড়িয়ে থাকা আতাউর রহমানের সাথে। পেশায় একজন ভ্যানচালক। জানালেন, দিনে তার গড় আয় দুই’শ থেকে তিন’শ টাকা। সারাদিন শ্রম বিক্রি করে যে আয় করেন তা দিয়ে মাসের ঘর ভাড়া, খাবার খরচ সব মিলে সংসার চালানোই বড় দায়।

এর মধ্যে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপন্য সবকিছুর মূল্য বৃদ্ধিতো আছেই। আবার প্রচন্ড গরমের কারনে ঠিকঠাক কাজও করতে পারছেন না তিনি। কমেছে আয়ও।

এমন অবস্থায় স্ত্রী-সন্তানদের নিয়ে দিন পার করাটাই মুশকিল হয়ে পড়ছে। তাই একটু সস্তার আশায় টিসিবি’র লাইনে দাঁড়িয়েছেন। কারণ বাজারের তুলনায় এখানে পন্য মেলে অনেকটা কম দামে।

আতাউরের ঠিক পাশেই বসে ছিলেন, রহিমা বেগম। বয়স ষাটের কাছাকাছি। প্রচন্ড গরম ও কাঠ ফাটা রোদে আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেখানেই বসে পড়েছেন।

সেখানে বসেই বলছিলেন, বাজার বা পাড়ার মুদি দোকান থেকে চাল কেনার সামর্থ নেই। তাই শত কষ্ট হলেও এই লাইনে দাড়িয়েছেন কিছুটা কমে পাবার আশায়।

এমন গল্প এখানে লাইনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষেরই। দ্রব্যমূল্যের দাম দিনদিন যেভাবে বাড়ছে তাতে ভোগান্তিতে পড়ছেন এই স্বল্প আয়ের মানুষরা।

দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ আয় না বাড়ায় বাজার মুখি হতে পারছেন না তারা। তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হলেও এই স্বল্পমূল্যে খাদ্যসামগ্রীই এখন নিম্ন আয়ের মানুদের ভরসার জায়গা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন