রবীন্দ্রনাথকে ‘দাদু’ ডাকলেন রণবীর, চটেছেন দর্শকরা
প্রকাশিত:
জুলাই ৭, ২০২৩; সময়: ১১:৩৩ am | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : ট্রেলারেই কটাক্ষের মুখে পড়েছে রণবীর-আলিয়ার ‘রকি অর রানি কি প্রেম কাহানি।’ এ সিনেমার একটি দৃশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।
কেন এই ধরনের সংলাপ ব্যবহার করা হলো তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকে। ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমাটি আসলে বেশ আলোচনায় রয়েছে। রণবীর-আলিয়া জুটির রসায়ন, আলিয়ার সংলাপ ‘খেলা হবে’, সিনেমার সঙ্গীত নজর কেড়েছে দর্শকদের।
কিন্তু ট্রেলার বাঙালি দর্শকদের মনে দাগ কাটতে পারল না। রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ আনা হয়েছে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে।
একটি দৃশ্যে রণবীর সিং রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে না পেরে দাদু সম্বোধন করছেন। দৃশ্যটি নিয়ে বেজায় চটেছেন বাঙালি দর্শকরা। ওই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।